হোম > ছাপা সংস্করণ

কেন্দ্র থেকে বিতাড়িত সাংসদের বোন

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটকেন্দ্র থেকে ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদের বোন আলেয়া জামানকে কেন্দ্র থেকে বিতাড়িত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বৃহস্পতিবার উপজেলার কুশুরা ইউনিয়নের হামিদা আফাজ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাঁকে বিতাড়িত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক। আলেয়া জামান কুশুরা ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামানের স্ত্রী।

জানা যায়, গতকাল সকাল থেকেই ভোটকেন্দ্রে ঢুকে চেয়ারম্যান প্রার্থীর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। কিন্তু লাইনে থাকা ভোটারদের সামনে এবং ভোটকক্ষে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে আসছিলেন। তাঁর আচরণে বিরক্ত হয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশ সদস্যরা দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হক বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা জানায়, প্রার্থীর স্ত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। পরে তাঁকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁকে আবারও এজেন্ট হিসেবে কাজ করতে দেওয়ার সুযোগ চাওয়া হলে আমরা অনুমতি দিইনি। তাঁকে ভোটকেন্দ্র ত্যাগ করতে বলা হয়েছে। আরও দুজনকে ভোটকেন্দ্র থেকে আটক করা হলেও তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ