নরসিংদীতে নদীর গতিপথ স্বাভাবিক রাখতে মেঘনা নদীতে অবৈধ ২৭টি অবৈধ মাছের ঘের উচ্ছেদ করেছে নৌ পুলিশ। গত সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার ভঙ্গারচর, জিতরামপুর, আলোকবালী ও বকশালীপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, নরসিংদী সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে মেঘনা নদীর স্বাভাবিক গতিপথ বন্ধ করে অবৈধভাবে মাছের ঘের তৈরি করায় নৌ চলাচলে সমস্যা হচ্ছিল। নদীতে যেন এসব অবৈধ ঘের স্থাপন না করা হয় সে জন্য নৌ পুলিশ নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। এরপরও যেসব স্থানে অবৈধভাবে ঘের তৈরি করে নদীপথের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে সেসব এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় নৌপরিবহন চলাচলে নদীর গতিপথ স্বাভাবিক রাখতে সদর উপজেলার চারটি এলাকায় মেঘনা নদীতে ঘের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভঙ্গারচর, জিতরামপুর, আলোকবালী ও বকশালীপুর এলাকার অবৈধ ২৭টি মাছের ঘের উচ্ছেদ করা হয়। ঘের নির্মাণকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াসহ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলায়মান মিয়া।