আগৈলঝাড়া দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উপজেলা মৎস্য অফিসের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ, সাতপাড় ও পশ্চিম মোল্লাপাড়ার বিভিন্ন বিল এবং খাল থেকে জব্দ করা জালগুলো পুড়িয়ে নষ্ট করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, গতকাল রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম।
পরে জব্দ করা অবৈধ জাল উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেমের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।