গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় বিদ্যুতায়িত হয়ে উজ্জ্বল (২৬) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন ইমান আলী বক্স নামে অপর নির্মাণশ্রমিক।
নিহত উজ্জ্বল সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার গোথিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে। আহত ইমান আলী বক্স নিশ্চিন্তপুর গ্রামের দিদার বক্সের ছেলে।
পুলিশ জানায়, নিশ্চিন্তপুর এলাকায় একটি বাসার নির্মাণকাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এমন সময় অসতর্কভাবে একটি লোহার রড হাত থেকে পড়ে বিদ্যুতের তারের স্পর্শে আসে। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই উজ্জ্বল নামের নির্মাণশ্রমিক নিহত হন, আহত হন ইমান আলী।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, বিদ্যুতায়িত হয়ে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।