হোম > ছাপা সংস্করণ

বেলকুচিতে বিএনপির ৯ সদস্যের পদত্যাগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৯ সদস্য পদত্যাগ করেছেন। ত্যাগী নেতাদের বাদ দিয়ে আহ্বায়ক কমিটি গঠন ও কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক বরাবর এই পদত্যাগ পত্র জমা দেওয়া হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগকারী নেতারা হলেন বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আজম, রেজাউল করিম, মনোয়ার চৌধুরী বাবু, নজরুল ইসলাম ঝন্টু, মোশারফ হোসেন, মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম ফারুক ও হাতেম আলী।

বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক আমীরুল ইসলাম খান আলীমের স্বেচ্ছাচারিতার কারণে বেলকুচিতে বিএনপি আজ দুর্বল হয়ে পড়েছে। দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে। এতে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছেন। বেলকুচিতে বিএনপি শক্তিশালী করতে হলে সবার মতামত নিয়ে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘দেড় বছর আগে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে অথচ এই আহ্বায়ক কমিটি দলীয় কর্মসূচি পালন তো দূরের কথা কোনো দিন আহ্বায়ক কমিটির মিটিং করতে পারেনি। এর মধ্যে গত তিন মাস আগে আহ্বায়ক কমিটির আহ্বায়ক মৃত্যুবরণ করেন।’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৯ সদস্য একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন। জেলা বিএনপির আগামী নির্বাহী সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ