হোম > ছাপা সংস্করণ

তারকার দামি পোশাক

নয়ন রহমান

আগে দর্শনধারী পরে গুণবিচারি। নিজেকে আরও আকর্ষণীয় ও মোহনীয় করে তুলতে পোশাকের প্রতি বাড়তি নজর মানুষের যুগে যুগে। পোশাকের ডিজাইনে ও গুণগত মানে যেমন ভিন্নতা রয়েছে, তেমনি দামেও আছে বিশাল তারতম্য। জমকালো আয়োজনগুলোতে সাধারণত দামি পোশাকের পসরা দেখা যায়। আর এসব ব্যাপারে বিনোদনজগতের তারকাদের প্রতি নজর থাকে পৃথিবীজোড়া মানুষের।

৫. প্যারিস হিলটন
৫ লাখ ক্রিস্টালে তৈরি অগাস্ট গ্যাটি গাউনটি পরে প্যারিস হিলটন হলিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। বিখ্যাত স্বরোস্কি জিমখচিত এই পোশাকটির দাম ধরা হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা। দামের পাশাপাশি দেখতেও অনন্য এ পোশাকটি প্যারিস হিলটনের সৌন্দর্যকে ভিন্নমাত্রায় উন্নীত করেছিল সবদিক দিয়েই।

৪. অড্রে হেপবার্ন
অভিজাত জুয়েলারি রিটেইলার টিফানি অ্যান্ড কোম্পানির ব্রেকফাস্ট পার্টিতে পরা কালো রঙের পোশাকটিতে অড্রে হেপবার্নের একটি আইকনিক লুক তৈরি হয়েছিল। ফরাসি ফ্যাশন ও পারফিউম হাউস জিভানসি’র তৈরি করা এ পোশাকটি নিলামে বিক্রি হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ কোটি টাকায়, যা তার প্রাথমিক মূল্যের ৬ গুণ বেশি। সে অর্থ দান করা হয়েছিল ভারতের একটি দারিদ্র্য বিমোচনে কাজ করা দাতব্য প্রতিষ্ঠানের তহবিলে।

৩. নিকোল কিডম্যান
২ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৭ কোটি টাকার বেশি মূল্যের পোশাকটি নিকোল কিডম্যান পরেছিলেন ১৯৯৭ সালের অস্কার অনুষ্ঠানে। শুধু দামে নয়, ডিজাইন ও মানের বিচারেও অনন্য এ পোশাক তখন পর্যন্ত চোখধাঁধানো পোশাকের শীর্ষে ছিল এবং এর মাধ্যমেই তিনি লাল কার্পেটে অনন্য এক উদাহরণ তৈরি করেন।

২. জেনিফার লরেন্স
২০১৩ সালের একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজেকে মোহনীয় করে রাখতে জেনিফার লরেন্স যে পোশাকটি পরেছিলেন, দামের বিচারে এখন পর্যন্ত এটি আছে তালিকার ২ নম্বর অবস্থানে। ব্লাশ গোলাপি রঙের পোশাকটি দিয়ে অতিথিদের মুগ্ধ করে অনুষ্ঠানস্থল মাতিয়ে রাখা পোশাকটির দাম জানা গিয়েছিল ৪ মিলিয়ন মার্কিন ডলার বা সাড়ে ৩৪ কোটি টাকা।

১. মেরিলিন মনরো
অনেকের স্বপ্ন জগতের নায়িকা মেরিলিন মনরো শুধু অভিনয় নয় ফ্যাশনের জন্যও বিখ্যাত। ‘দ্য সেভেন ইয়ার ইচ’ চলচ্চিত্রের জন্য চিত্র গ্রহণের সময় মেরিলিন যে পোশাকটি পরেছিলেন, তা এখন পর্যন্ত আইকনিক পোশাকগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। ২০১১ সালে নিলামে বিক্রি হওয়া এ পোশাকের দাম উঠেছিল ৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা। নাম জানাতে অনিচ্ছুক ক্রেতার কিনে নেওয়া সেই পোশাকটিই এখনো সবচেয়ে দামি পোশাকের তালিকায় শীর্ষে অবস্থান করছে।

সূত্র: ব্রাইট সাইড

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ