তুরাগের দিয়াবাড়ি থেকে মুখ ঝলসানো এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দিয়াবাড়ির দুই নম্বর মেট্রোরেল স্টেশনের পাশের ঝোপ থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মরদেহ উদ্ধার করে তুরাগ থানা-পুলিশ। তার বয়স আনুমানিক ২০ বছর।
স্থানীয়রা জানান, ওই তরুণী কয়েক দিন ধরে এ এলাকায় ঘোরাফেরা করছিল। তার মরদেহ দেখে মনে হচ্ছে, মুখে অ্যাসিড ছুড়ে মারা হয়েছে। তাদের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, ওই কিশোরীকে দেখে মনে হচ্ছে তাকে ধর্ষণ করা হয়েছে। তারপর তার মুখমণ্ডলে অ্যাসিড ছোড়া হয়েছে। তখন ওই কিশোরী হাত দিয়ে মুখ মুছতে গেলে তার হাতও ঝলসে গেছে। তারপর তাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে উত্তরা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মঞ্জুর মোর্শেদ বলেন, মরদেহে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট পেলে জানা যাবে, তাকে হত্যা করা হয়েছে নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।