হোম > ছাপা সংস্করণ

রাতের আঁধারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাজারহাট এলাকায় একাধিক দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পক্ষ–বিপক্ষ বিরোধের জের ধরে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবিরের সমর্থকেরা আউলিয়াপুরের বাজারহাট এলাকার দোকানপাটে এসে হুমকি–ধামকি ও গালিগালাজ করে যায়। এরপর গভীর রাতে এসে এই দোকানগুলোতে হামলা ও ভাঙচুর চালায় চেয়ারম্যানের সমর্থকেরা। তবে চেয়ারম্যান জানান, ভাঙচুরের ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

বাজারহাটের দোকান মালিক জহিরুল ইসলাম বলেন, ‘বর্তমান চেয়ারম্যানের সমর্থকেরা মোটরসাইকেলে করে এসে দোকানের ব্যবসায়ীদের হুমকি–ধামকি ও ভাঙচুরের ভয় দেখিয়ে যায়। সকালবেলা এসে দেখি আমাদের দোকানসহ ১১টি দোকান কুপিয়েছে চেয়ারম্যানের সমর্থকেরা।’

তিনি আরও বলেন, ‘আমার ভাই ফারুক ইউপি সদস্য পদে বিজয়ী হয়েছেন। এর রেশ ধরে তাঁরা আমাদের দোকানে হামলা চালিয়েছে। ৯৯৯–এ ফোন দিয়েছি, ব্যবসায়ীরা থানায়ও গিয়েছে পুলিশকে ঘটনা জানাতে।’

চেয়ারম্যান হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, ‘ওই ওয়ার্ডের নির্বাচিত ফারুক মেম্বার ও সাবেক মেম্বার শাজাহান তাঁদের মধ্যকার সমস্যা নিয়ে এই হামলা ও ভাঙচুর করেছে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ