হোম > ছাপা সংস্করণ

৩ জানুয়ারি থেকে ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হলেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ভাড়া বাড়ানোর দাবিতে আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল গতকাল সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ট্যাংকলরির ভাড়া নির্ধারণ করে পেট্রোলিয়াম করপোরেশন। জ্বালানির দাম বাড়ার পর তাদের সঙ্গে একাধিক বৈঠক করেও সিদ্ধান্ত হয়নি। তাই আগামী ৩ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণার ডাক দিয়েছি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ট্যাংকলরির ভাড়া বাড়ানোর দাবিতে গত ৯ নভেম্বর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানের কাছে চিঠি দিয়েছে ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। ওই চিঠিতে বলা হয়, ডিপো থেকে ৪০ কিলোমিটারের মধ্যে এখন লিটারপ্রতি ৫০ পয়সা ভাড়া নেওয়া হয়। তা বাড়িয়ে ৭০ পয়সা করার দাবি জানানো হয়েছে। এ ছাড়া ৪০ কিলোমিটারের বেশি দূরত্বের ভাড়া ৩ টাকা ২৫ পয়সা থেকে সাড়ে ৪ টাকা করার সুপারিশ করেছেন ট্যাংকলরির মালিকেরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ