হোম > ছাপা সংস্করণ

পাওনা টাকা চাওয়ায় ভ্যানচালককে মারধর

তারাগঞ্জ প্রতিনিধি

তারাগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে আওয়ামী লীগ নেতার মারধরের শিকার হয়েছেন মাহাবুব আলম নামে এক অটোভ্যানের চালক। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সম্পাদক হারুন অর রশিদ বাবুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও পুলিশ মামলা রেকর্ড করেনি। উল্টো ঘটনাটি নিষ্পত্তির জন্য পুলিশের পক্ষ থেকে চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা মাহাবুব আলম অটো কেনার জন্য চার বছর আগে ৭৭ হাজার টাকা জোগাড় করেন। বিষয়টি জানার পর হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) তখনকার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবুল মাহাবুবকে তাঁর বাড়িতে ডেকে নেন। পরিচিত দোকান থেকে অটো কিনে দেবেন বলে ৭৭ হাজার টাকা নেন। কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও হারুন মাহাবুবকে অটো কিনে দেননি। পরে টাকা ফেরত চাইলে নানাভাবে সময়ক্ষেপণ করতে থাকনে। দুই বছরে ৫০ হাজার টাকা ফেরত দিলেও বাকি ২৭ হাজার টাকা ফেরত দেননি। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে ডাংগীরহাট বাজারে হারুন অর রশিদ বাবুলের কাছে সেই টাকা ফেরত চাইতে যান মাহাবুব আলম। এ সময় তাঁকে কিল-ঘুষি, চড়-থাপ্পড় মেরে মুঠোফোন ও ২ হাজার ৩০০ টাকা কেড়ে নেন। রাতেই বিষয়টি হাড়িয়ারকুঠি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কুমারেশ রায়কে জানান মাহাবুব। এতে আরএ ক্ষিপ্ত হন হারুন। মাহবুবকে বাজারে ডেকে নিয়ে আবার মারধর করেন। ঘটনার পর দিন মাহাবুব আলম বাদী হয়ে হারুন অর রশিদ বাবুল, তাঁর ভাই শামছুল ইসলাম, বুলু মিয়াসহ পাঁচজনের নামে তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন।

গতকাল সোমবার কথা হলে মাহাবুব আলম বলেন, ‘হারুন সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের বড় নেতা। পাওনা টাকা চেয়ে মারধরের শিকার হতে হয়েছে। পুলিশ মামলা রেকর্ড করেনি, উল্টো মীমাংসার জন্য চাপ দিচ্ছে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বাবুল মুঠোফোনে বলেন, ‘ভাই মাহাবুব আলম চাঁদাবাজ। সে আমার কাছে চাঁদা চেয়েছিল। তাঁর বিরুদ্ধেও থানায় অভিযোগ করা হয়েছে। সে আমার কাছে কোনো টাকা পাবে না। তাঁকে আমি মারপিট করিনি।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা চলছে। মীমাংসা না হলে অবশ্যই মামলা নথিভুক্ত করে ব্যবস্থা নেওয়া।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ