অবৈধভাবে দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে চট্টগ্রামের আনোয়ারা পুরাতন হাসপাতালের ভেতরে বসবাসকারী ৩০টির বেশি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
সূত্রে জানা গেছে, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে অবস্থিত পুরাতন হাসপাতালের পরিত্যক্ত ভবনে স্থানীয় ৩০টিরও বেশি পরিবার কোনো ধরনের অনুমতি ছাড়া বসবাস করত। স্থানীয় বাসিন্দা ও পুলিশের অভিযোগ, এসব ঘরে বসবাসকারী অনেক পরিবারের সহায়তায় রাতে বহিরাগত লোকজন এসে মাদক সেবন ও বিক্রিসহ বিভিন্ন সামাজিক অপরাধে জড়িত হয়।
ইউএনও শেখ জোবায়ের আহমদ বলেন, অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে এসব ঘরে রাতের আঁধারে মাদক বিক্রি ও সামাজিক অপরাধ হতো। তাই উপজেলা পরিষদের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব অবৈধ বসবাসকারী উচ্ছে করা হয়।