পীরগাছার কৈকুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. নুর আলম মিয়াসহ সদস্যদের গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় ইউপি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে এলাকাবাসী।
ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুর আলম লাঙ্গল প্রতীক নিয়ে ইউপি নির্বাচনে জয়লাভ করেন।
দেবী চৌধুরাণী বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ মাহবুবার রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, দেবী চৌধুরাণী পল্লী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক নুরুল ইসলাম দুলু, ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ, সমাজসেবক সাইদুল ইসলাম, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা যুব সংহতির আহ্বায়ক সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান, সদস্য ও অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।