হোম > ছাপা সংস্করণ

জাটকা সংরক্ষণে ৮ মাসের নিষেধাজ্ঞা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

জাটকা সংরক্ষণে ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ৮ মাসের নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এই সময়ের মধ্যে ভোলার চরফ‍্যাশন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২৫ সেন্টিমিটারের নিচে ইলিশ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা মেনে জেলেদের মাছ ধরার বিষয়ে চলছে সচেতনতামূলক কার্যক্রম।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এ বছর ইলিশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৮ হাজার টন। চরফ্যাশন উপজেলায় প্রায় ৯০ হাজার জেলে রয়েছে। তাঁদের মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ৪৪ হাজার ২৮১ জন। বাকি জেলেরা অনিবন্ধিত। পর্যায়ক্রমে তাঁদের নিবন্ধনের আওতায় আনা হবে।

সামরাজ ঘাটের বেলাল মাঝি বলেন, ‘কয়েক দিন আগে নদীতে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা ছিল। এখন আবার জাটকা ধরতেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। মহাজন আর এনজিওর কাছে দেনা করছি প্রায় ৩৫ হাজার টাকা। দেনা শোধ দেওয়ার কোনো উপায় নাই।’

ঢালচর মৎস্য ঘাটের বিসমিল্লাহ ফিশের মালিক আব্দুস সালাম হাওলাদার জানান, গত মৌসুম শেষে জেলেদের হাতে তাঁর প্রতিষ্ঠানের প্রায় ৫ কোটি টাকার দাদন বকেয়া ছিল। এ মৌসুমে আরও ৫০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। মেঘনা ও তেঁতুলিয়ায় জাটকা ধরায় আট মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এতে দাদনের পরিমাণ আরও বেড়ে যেতে পারে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, ‘প্রতিবছরের ন্যায় এবারও চরফ‍্যাশনের নদ-নদীতে ২৫ সেন্টিমিটারের চেয়ে ছোট ইলিশ (জাটকা) আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ নিষিদ্ধ।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ