ঝিনাইদহের কোটচাঁদপুরে মৌমাছির আক্রমণে মিজানুর রহমান (৪৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাবিব নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ওই সময় আমিও্ সাইকেলে করে বাড়ি ফিরছিলাম। তবে, মৌমাছি আমাকে আক্রমণ করেনি। পরে শুনি মিজানুর মারা গেছেন।’
সাবদারপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অজিয়ার রহমান জানান, মৃত মিজানুর রহমান সাবদারপুর মাঠ পাড়া এলাকায় বাস করতেন। পেশায় ছিলেন একজন ভ্যানচালক। শুক্রবার সকালে তিনি ভ্যান নিয়ে বের হন। বিকেলে বাড়ি ফেরার পথে আন্দোলবাড়িয়া এলাকায় তিনি ও তাঁর ভ্যানে থাকা ছয় যাত্রী মৌমাছির আক্রমণের শিকার হন। ওই অবস্থায় বাড়ি ফেরার পর মিজানুর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর স্বজনেরা তাঁকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণ কমল পাল সাগর বলেন, ‘মিজানুর রহমান মৌমাছির কামড়ে অসুস্থ হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসা শুরু হয়। একপর্যায়ে তিনি মারা যান।’