হোম > ছাপা সংস্করণ

৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ বিভিন্ন দাবি

বরিশাল প্রতিনিধি

৫০ শতাংশ মহার্ঘ ভাতাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন বরিশালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। শিক্ষক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা।

শিক্ষক কর্মচারী ফেডারেশন সমিতির বিভাগীয় সমন্বয়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা হানিফ হোসেন তালুকদার, প্রনব ব্যাপারী, শাহ আলম, তাইজুল ইসলাম, দেলোয়ার হোসেন, ফারহানা তিথি, মো. শহিদুল ইসলাম, মাসুম বিল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশে বেসরকারি শিক্ষা খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন বাজার দরের সঙ্গে সামঞ্জস্য নয়। তাঁদের বদলি ব্যবস্থা না থাকায় একই স্থানে থেকে চাকরি করতে হচ্ছে। এমপিওভুক্ত না হওয়ায় অনেক শিক্ষক অনেকদিন ধরে বেতন পাচ্ছেন না।

সমাবেশে বক্তারা বাড়িভাড়া ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, সহকারী অধ্যাপক পদবি চালু, এমপিওভুক্ত করা, অফিসগুলোতে শিক্ষক কর্মচারীদের হয়রানি বন্ধ করা, যানবাহনে ছাত্র শিক্ষক ও কর্মচারীদের হাফ ভাড়া প্রদানসহ শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ