বগুড়ায় ভাড়া বাসা থেকে শহীদ হোসেন (২৭) নামের এক ব্যক্তির ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুর দুইটার দিকে সদরের শাখারিয়া ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামের আবু সাঈদের বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
শহীদ গাবতলী উপজেলার সোনারায় এলাকার বাসিন্দা। পেশায় গৃহনির্মাণ শ্রমিক শহীদ জঙ্গলপাড়া গ্রামে বাসা ভাড়া থাকতেন বলে পুলিশ জানায়।
শাখারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হুদা উজ্জ্বল বলেন, তিন মাস আগে স্ত্রী-সন্তান নিয়ে ওই বাড়িতে ভাড়া নেন শহীদ। কয়েক দিন আগে তাঁর স্ত্রী-সন্তান গ্রামের বাড়িতে যায়। গতকাল ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে গ্রামের লোকেরা বাড়ি গিয়ে ঘরের দরজা বন্ধ পায়। পরে দরজা খুলে সিলিং ফ্যানের সঙ্গে শহীদের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।