চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মা মিহিলিকা বেগম ও ছেলে ইমরান হোসেন মিলন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনিয়ে জনমনে চলছে আলোচনা।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নে ইমরান হোসেন মিলন (স্বতন্ত্র) ঘোড়া প্রতীক ও তাঁর মা মোছা মিহিলিকা বেগম (স্বতন্ত্র) টেলিফোন প্রতীক নিয়ে ভোট করছেন। আগামী ২৬ ডিসেম্বর এই ইউনিয়নে ভোট হবে।
চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসেন মিলন জানান, তাঁরা মা-ছেলে দুজনই মনোনয়নপত্র জমা দেন। কিন্তু সময় না পাওয়ায় মা মোছা মিহিলিকা বেগম প্রার্থিতা প্রত্যাহার করতে পারেননি। ফলে নিয়ম অনুযায়ী দুজনেরই প্রার্থিতা রয়ে গেছে।