স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চিকিৎসকের কাছে যেতে অনীহা, নিজের ও পরিবারের অবহেলা এবং দীর্ঘমেয়াদি-ব্যয়বহুল চিকিৎসার কারণে এ ব্যাধির শিকার হয়ে প্রতিবছর প্রাণ হারাচ্ছেন হাজারো নারী। এ ছাড়া অজ্ঞতা ও সচেতনতার অভাবে প্রান্তিক, এমনকি শহুরে নারীদেরও স্ক্রিনিং করানোর ক্ষেত্রে অনীহা রয়েছে। ফলে এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
১৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্ল্যাটফর্ম বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের সঙ্গে রোটারি জেলা ৩২৮১-এর ৪০টি ক্লাবের মাসব্যাপী যৌথ কর্মসূচি শেষে মূল্যায়ন সভায় এ তথ্য উঠে এসেছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন সভাপতির বক্তৃতায় বলেন, দেশে অধিকাংশ নারী স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতার অভাবে এবং সামাজিক ও ধর্মীয় কারণে শেষ পর্যায়ে (চতুর্থ পর্যায়) চিকিৎসকের শরণাপন্ন হন। যখন রোগীকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব হয় না।