হোম > ছাপা সংস্করণ

প্রকাশ্যে ঘুরছে আসামি গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রকাশ্যে ঘুরছে একাধিক মামলার আসামি ও পণ্যবাহী ট্রাক থেকে স্ক্র্যাপ লোহা চুরির মূল হোতা জয়নাল আবেদীন ওরফে মিনু (৩৪। সম্প্রতি ট্রাক থেকে শিল্প প্রতিষ্ঠানের লোহা চুরির ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তবে ৮ দিন অতিবাহিত হলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মামলার পরও মিনু প্রকাশ্য এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। চালিয়ে যাচ্ছেন নানা অপকর্ম। তবে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, ‘গত বৃহস্পতিবার জয়নালকে অপকর্মে বাধা দেওয়ায় স্থানীয় ইউপি সদস্য মাঈন উদ্দিনের ওপর হামলার চেষ্টা করেন। এ ছাড়া একই দিন তিনি স্থানীয় চেয়ারম্যান নাজিম উদ্দিন ও ইউপি সদস্য আলমগীর মাসুমকে প্রকাশ্যে অশালীন ভাষায় গালমন্দ করেন। সর্বশেষ গত শুক্রবার রাতে জয়নাল ও তাঁর বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন ভাটিয়ারী জেলেপাড়ার রিকশাচালক সঞ্জীব জলদাস। হামলাকালে তারা পুলিশে খবর দেন। কিন্তু পুলিশ আসার আগেই জয়নাল ও তাঁর বাহিনীর সদস্যরা পালিয়ে যান। এখন পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্ক্র্যাপ লোহা চুরিসহ বিভিন্ন মামলার আসামি জয়নাল আবেদীন ওরফে মিনু এলাকায় নানা অপকর্ম করেছেন। খবর পেয়ে আমরা তাঁকে গ্রেপ্তারে অভিযানে যাই। কিন্তু তিনি তার আগেই পালিয়ে যান। শিগগিরই তাঁকে গ্রেপ্তার করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ