তিন দিনব্যাপী রাজবাড়ী জেলা ইজতেমা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। শহরের ভবানীপুর পৌর কবরস্থান সংলগ্ন মাঠে এ ইজতেমা শুরু হবে।
সরেজমিনে দেখা যায়, মুসল্লিদের জন্য বসানো হয়েছে অস্থায়ী অজুখানা, শৌচাগার ও টিউবওয়েল। রয়েছে যানবাহন রাখার পার্কিং ব্যবস্থাও। চলছে প্যান্ডেল ও মাঠ প্রস্তুতের কাজ।
রাজবাড়ী জেলা ইজতেমার তত্ত্বাবধানকারী রবিউল জাহান সরকার জানান, ২, ৩ ও ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জেলা ইজতেমা। কাকরাইল থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী ইজতেমা কাজ করেছেন তাবলিগ জামায়াতের ১২৫ জন মুসল্লি। তাঁরা নিজেরাই স্বেচ্ছায় বাঁশ, চট দিয়ে কাজ করছেন। এ ইজতেমায় জেলা ও প্রতিবেশী জেলার প্রতিনিধিসহ ২ থেকে ৪ হাজার মুসল্লির আগমন হবে। ইজতেমা শুরুর দিন থেকে শেষ হওয়ার আগের দিন পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত বয়ান হবে। ৪ ডিসেম্বর জোহর নামাজের আগে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমা।
রবিউল জাহান আরও জানান, আখেরাতে আল্লাহকে খুশি করতে তাঁরা কাজ করছেন। চলতি মাসের ৭ নভেম্বর থেকে তাঁরা ইজতেমা আয়োজনের কাজ শুরু করেন। থাকা, খাওয়া, নামাজ আদায়, রাত্রি যাপনসহ সবকিছুই তাঁরা মাঠের এক পাশে তাঁবু টানিয়ে করছেন।