মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বিট পুলিশিং সভা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কাসিমনগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা হয়।
কাসিমনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া প্রমুখ।