চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক ও জনপথের (সওজ) জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।
সওজের চুয়াডাঙ্গার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে সওজের জমিতে গড়ে ওঠে অবৈধ স্থাপনা। এক শ্রেণির দখলবাজ সরকারি জায়গা দখল করে গড়ে তোলে মার্কেট। সড়ক বিভাগের পক্ষ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। গত মঙ্গলবার ছিল স্থাপনা সরিয়ে নেওয়ার শেষ দিন। কিন্তু কেউ না সরানোয় গতকাল সকালে উচ্ছেদ অভিযান শুরু হয়। আজও (বৃহস্পতিবার) অভিযান চলবে বলে জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন সওজের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়। এ ছাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ মোতায়েন ছিল।