রাজশাহীর পুঠিয়ায় অসুস্থ এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে সড়কের পাশ থেকে উদ্ধার করেছেন পথচারীরা। পরে থানা-পুলিশের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন চলছে তার চিকিৎসা। তবে সে তার নাম পরিচয় কিছুই মনে করতে পারছে না। পুলিশের পাশাপাশি এলাকার কয়েকজন সচেতন মানুষ তার নাম পরিচয় জানতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরীকে (১৪) গতকাল মঙ্গলবার দুপুরে পুঠিয়া উপজেলা সদর এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, নাম পরিচয়হীন মানসিক প্রতিবন্ধী ওই কিশোরীকে আপাতত পুঠিয়া হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে কিছুটা অসুস্থ। সুস্থ হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তার নাম-ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চলছে। স্বজনদের খুঁজে পেলে তাঁদের হাতে তাকে তুলে দেওয়া হবে।