হোম > ছাপা সংস্করণ

ফল প্রস্তুত করে দিতে আপ্যায়নের জন্য টাকা

রাজশাহী প্রতিনিধি

এইচএসসির ফল প্রস্তুত করে দেওয়ার জন্য দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কাছ থেকে আপ্যায়ন বাবদ ৩ লাখ ৭০ হাজার টাকা নিয়েছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে সম্প্রতি এই টাকা জমা হয়েছে।

দিনাজপুরের কর্মকর্তারা বলছেন, এভাবে টাকা নেওয়া অযৌক্তিক। অভিযোগ উঠেছে, রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলীসহ কয়েকজন কর্মকর্তা এই টাকা লুটে নিয়েছেন।

জানা গেছে, ২০০৭ সালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে আলাদা করে দিনাজপুর শিক্ষা বোর্ড গঠন করা হয়। কিন্তু এখনো দিনাজপুর শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টার নেই। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ২০১০ সাল থেকে দিনাজপুর শিক্ষা বোর্ড রাজশাহী শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টার থেকেই ফলাফল প্রস্তুত করে নেয়। এ জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে দিনাজপুরের সাতজন কর্মকর্তা আছেন। তাঁদের রাজশাহী বোর্ডের কর্মকর্তারা সহায়তা করে থাকেন। আর এ জন্যই আপ্যায়ন বাবদ টাকা নিয়েছেন রাজশাহীর কর্মকর্তারা।

গত ২৪ জানুয়ারি টাকা চেয়ে দিনাজপুরের শিক্ষা বোর্ডের কাছে চিঠি পাঠানো হয়। দিনাজপুর শিক্ষাবোর্ডের প্যাডেই লেখা হয় চিঠি। চিঠিতে সই করেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (চলতি দায়িত্ব) শফিকুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলী। চিঠিতে আপ্যায়ন বাবদ ৩ লাখ ৭০ হাজার টাকা আজাহার আলীর নামে অগ্রিম পাঠানোর অনুরোধ জানানো হয়। ফল প্রকাশের সপ্তাহখানেক আগে দিনাজপুর শিক্ষা বোর্ড এই টাকা পরিশোধ করে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব জহির উদ্দিন বলেন, ‘চা-নাশতা খাওয়ার জন্য এক বোর্ড আরেক বোর্ডের কাছে টাকা নেবে, এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়। এখন টাকা না দিলে তো রাজশাহী বোর্ডের কম্পিউটার সেন্টারের কর্মকর্তারা আমাদের কর্মকর্তাদের সহায়তা করবেন না। সে কারণেই টাকা দিতে হয়।’

তবে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা আজাহার আলী বলেন, ‘এইচএসসির ফল প্রকাশের সপ্তাহখানেক আগে ডাচ্‌-বাংলা ব্যাংকে আমার ব্যক্তিগত হিসাবে টাকা এসেছে। দিনাজপুরের ফল প্রস্তুত করে দিতে রাত জেগে আমাদের কাজ করতে হয়। সে কারণেই আপ্যায়ন বাবদ টাকা নেওয়া হয়।’

রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর বলেন, ‘একেক পরীক্ষার ফল প্রস্তুত করে দিতে প্রায় এক মাস সময় লাগে। দিনাজপুরের সাতজন কর্মকর্তা রাজশাহী বোর্ডে থাকলেও তাঁরা একাই ফল প্রস্তুত করতে পারেন না। আমাদের কর্মকর্তা-কর্মচারীদের রাত জেগে বাড়তি কাজ করতে হয়। সে জন্যই তাঁদের আপ্যায়নের জন্য কিছু টাকা নেওয়া হয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ