উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা গ্রাম থেকে মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওটরা গ্রামের বেপারি বাড়ি থেকে ১৮৫টি ইয়াবাসহ মো. জাহিদুল ওরফে বাবু মুন্সি এবং শফিকুল ইসলাম বেপারিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক ওবায়দুল কবির বাদী হয়ে দুজনকে আসামি করে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
উপপরিদর্শক ওবায়দুল কবির বলেন, ওটরার শফিকুল ইসলাম বেপারির বসতঘরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। তখন বাবু মুন্সি ও শফিকুল ইসলাম বেপারিকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানায় সোপর্দ করি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ জানান, মামলা হওয়ার পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।