কুষ্টিয়ার সদর উপজেলার টাকিমারা নামক স্থানের একটি মসজিদে জুম্মার নামাজ শেষ করে মসজিদের বাইরে মিছিল করার চেষ্টার সময় তিনজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়ার টাকিমারা এলাকা থেকে তিন যুবককে আটক করা হয়।
তবে তদন্ত এবং জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে কোনো আইন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ না মিললে ছেড়ে দেওয়া হতে পারে। এ জন্য আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লায় সাম্প্রতিক ঘটনার জেরে কুমারগাড়া এলাকার টাকিমারা নামক স্থানীয় একটি মসজিদে জুম্মার নামাজ শেষে কয়েকজন ব্যক্তি মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় সেখানে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাঁরা দৌড়ে পালিয়ে যান। তবে নাশকতা সৃষ্টি করতে পারে এমন সন্দেহে তিনজনকে সেখান থেকে আটক করা হয়েছে। তাঁদের থানায় নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে।
জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়া গেলে তাঁদের ছেড়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এ দিকে শুক্রবার সকাল থেকে কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ শহরের বিভিন্ন মসজিদের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান লক্ষ করা গেছে। সেই সঙ্গে র্যাব এবং বিজিবিকেও শহরের বিভিন্ন প্রান্তে টহল দিতে দেখা গেছে।