হোম > ছাপা সংস্করণ

নির্মমতার শিকার মেছো বিড়াল

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্ত থেকে আহত অবস্থায় একটি মেছো বিড়াল উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে বেনাপোল বন্দর থানার নামাজগ্রাম বাওড়কান্দা থেকে মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন জানান, বেনাপোল বন্দর এলাকা থেকে তিন কিলোমিটার দূরে পাচুয়া বাওড় পাড়ে বাড়ির উঠানে রাতে দুটি বাচ্চা খেলা করছিল। এ সময় মেছো বিড়ালটি সেখানে গেলে বাচ্চা দুটি চিৎকার করতে থাকে। পরে ঘরের লোকজন বের হয়ে বিড়লাটি দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে সেখানে ছুটে গিয়ে বিড়ালটি ধাওয়া করে ধরে ফেলে। এ সময় স্থানীয়দের মারধরের শিকার মোছো বিড়ালটি রক্তাক্ত অবস্থায় আটক করা হয়। পরে তাঁরা এটির চার পা এক সঙ্গে করে বেঁধে ফেলে রাখেন।

বণ্য এই প্রাণীটিকে অনেকেই মেছোবাঘ হিসেবে চেনেন। আর এই বাঘের আতঙ্ক থেকেই বিড়াল আকৃতির এই বণ্যপ্রাণীটির ওপর আক্রমণ চালান গ্রামবাসী।

এ দিকে মেছো বিড়ালটি উদ্ধার করে বেনাপোল বন্দর থানায় খবর দিলে পুলিশ এসে বাঘটি নিয়ে যায় বলে জানান গ্রামবাসী।

বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, মেছো বিড়ালটি আটকের খবর পেয়ে পুলিশ গিয়ে রাতে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বেনাপোল বন বিভাগের কাছে মেছো বিড়ালটি হস্তান্তর করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ