হোম > ছাপা সংস্করণ

সোনারগাঁয়ে বাড়িঘর ভাঙচুর, আহত ৩৫

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পর সহিংসতায় পৃথক স্থানে পরাজিত প্রার্থীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বাঁধে দিতে গিয়ে কমপক্ষে ৩৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। গত রোববার রাতে থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে জয়ী হওয়ার পর রফিকুল ইসলাম ও তাঁর সমর্থকেরা রোববার রাতে পরাজিত প্রার্থী এম এ হালিমের বাড়িতে হামলা চালায়। এতে কমপক্ষে ৮ জন আহত হয়।

এ দিকে উপজেলার বারদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুজন ইউপি সদস্য প্রার্থী পরাজিত হয়ে বারদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জহিরুল হকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তাইজুল, তানজিল, শাকিল, আমেনা, রাবেয়া, বিলকিছসহ ১৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করেন।

অপরদিকে উপজেলার জামপুর ইউনিয়নের উটমা গ্রামের বিএনপির কামরুজ্জামানের নেতৃত্বে ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. খালেকের বাড়িতে হামলা চালায়। এ সময় ১২ জন আহত হয়।

এ ছাড়া বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকায় জয়ী প্রার্থী ওসমান গনির সমর্থকেরা পরাজিত প্রার্থী শুক্কুর আলীর বাড়িতে হামলা চালিয়।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ