কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়ন বিএনপির সভাপতি প্রয়াত মনিরুজ্জামান আলাউদ্দিন মুন্সির স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামে মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গণে এ সভার আয়োজন করে চরফরাদী ইউনিয়ন বিএনপি। এতে সভাপতিত্ব করেন ওই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন মিয়া।
সভায় আলাউদ্দিনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র মো. জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব ও চরফরাদী ইউপি চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সদস্যসচিব শরীফুল ইসলাম সুজন ও চরফরাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। এ সময় ইউনিয়ন বিএনপিসহ উপজেলা বিএনপি নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।