কুমিল্লায় গাঁজা সেবনের অভিযোগে দুজনকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার বিকেলে নগরীর ধর্মপুরের রেল গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী আক্তার ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সদরের বলরামপুরের বাসিন্দা মো. সাব্বির (৩০) এবং সদর দক্ষিণের নন্দনপুর এলাকার মো. আজাদ হোসন (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গত মঙ্গলবার বিকেলে নগরীর ধর্মপুরের রেল গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনের অভিযোগে দুজনকে আটক করে সাত দিন মেয়াদে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।