হোম > ছাপা সংস্করণ

‘স্টাফ বাস’ নামে চলে শিক্ষার্থী বাস , বিড়ম্বনা

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিআরটিসির ভাড়া বাসগুলোতে ‘স্টাফ বাস’ লেখা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন স্টপেজ থেকে বাসে উঠতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিআরটিসির স্টুডেন্ট বাসগুলোতে স্টাফ বাস লেখা থাকায় পর্যাপ্ত বাস থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা স্টাফ বাস মনে করে ওঠে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘পরিবহন পুল কুবি’ নামক গ্রুপে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী হাবিব হৃদয় বলেন, ‘স্টুডেন্টদের সার্ভিস দেওয়া সবগুলো বাসে ‘স্টাফ বাস’ লেখার যৌক্তিকতা কই! দ্রুত কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাইদুল আলম বলেন, ‘পর্যাপ্ত বাস থাকা সত্ত্বেও অনেক সময় স্টাফ লেখা দেখে বাসে উঠি না। এই বিভ্রান্তি দ্রুত সমাধান করা হোক।’

তবে পরিবহন পুলের তথ্য মতে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস রয়েছে। বিআরটিসির কোনো বাস স্টাফদের জন্য বরাদ্দ নয়।’

সার্বিক বিষয়ে পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, শিক্ষার্থীদের বাসে ‘স্টাফ বাস’ লেখা বিষয়টি বেমানান। তবে এই ব্যাপারে বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা আশ্বাস দিয়েছে পরিবর্তন করে দেবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ