হোম > ছাপা সংস্করণ

মা ইলিশ রক্ষায় তৎপর প্রশাসন

দাকোপ প্রতিনিধি

দাকোপে মা ইলিশ রক্ষায় ব্যস্ত সময় পার করছেন মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এ উপলক্ষে তাঁরা উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতা সভা-সেমিনারসহ নদীতে অভিযান অব্যাহত রেখেছেন। উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, পোস্টারিং ও মাইকিং করা হয়েছে।

এ ছাড়া কোস্টগার্ডের অধীন উপকূলীয় ও নদী এলাকার ইলিশের অভয়াশ্রমগুলোতে নিয়মিত টহল চলছে। গত সোমবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি, ঢাকি ও শিবসা নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় নৌবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে। অভিযানে তিন হাজার মিটার নিষিদ্ধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান বলেন, মা ইলিশ রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন। আমরা আমাদের দল নিয়ে সার্বক্ষণিক প্রস্তুত আছি। কোথাও কোন অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে ‘মা ইলিশ’ রক্ষার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ইলিশের ভরা প্রজনন মৌসুমে দেশের নির্দিষ্ট উপকূলীয় এলাকায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ