ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের শ্রমিকদের গেঞ্জি উপহার দিয়েছে অরুয়াইল খেলাঘর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল বুধবার দুপুরে ১৫ জন শ্রমিকের মধ্যে একটি করে গেঞ্জি উপহার দেওয়া হয়।
‘গরিবের বন্ধু’ যুব ফাউন্ডেশনের সাবেক দাতা সদস্য এবং অরুয়াইল বাজারের সর্ববৃহৎ খেলার সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান খেলাঘরের স্বত্বাধিকারী নুর আলম সিদ্দিকী শ্রমিকদের এসব গেঞ্জি উপহার দেন।
নুর আলম বলেন, বাজারের শ্রমিকদের প্রায়ই খালি গায়ে কাজ করতে দেখা যায়। এটা দেখে তাদের প্রতি একটা মায়া জন্মাল। এ জন্য তাদের ভালোবেসে গেঞ্জি উপহার দেওয়া হয়েছে।
শ্রমিকেরা বলেন, অনেকেই কাজের পর তাদের পরিশ্রমের ন্যায্য মূল্যই দেন না। তবে গতকাল সামান্য এই গেঞ্জি উপহার পেয়ে তারা খুব খুশি।