হোম > ছাপা সংস্করণ

উইম্বলডন খেলতে এসে বিয়ের কথা মনে পড়ছে আরবকন্যার

উইম্বলডনে দারুণ গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। পরশু রাতে ডাচ প্রতিপক্ষ টিম ফন রাইথোভেনকে ৬-২, ৪-৬, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন জোকোভিচ। শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির তরুণ তুর্কি ইয়ানিক সিনার; যিনি হারিয়েছেন আরেক উদীয়মান স্পেনের কার্লোস আলকারেজকে। চার সেটের লড়াইয়ে সিনারের জয় ৬-১, ৬-৪, ৬-৭ (৮-১০) ও ৬-৩ গেমে।

একই রাতে দাপুটে জয়রথ অব্যাহত রেখেছেন আরবকন্যা ওনস জাবেউর। বেলজিয়ামের এলিসে মের্টেনসকে সরাসরি ৭-৬ (১১-৯) ও ৬-৪ গেমে হারিয়েছেন জাবেউর। এই জয়ে শেষ আটের টিকিটও নিশ্চিত করেছেন তিউনিসিয়ার এই দ্বিতীয় শীর্ষ বাছাই। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ মারি বোজকোভা।

সময়টা দারুণ যাচ্ছে জাবেউরের। উইম্বলডনে শিরোপা জিতেই থামতে চান তিনি। ম্যাচ শেষে জাবেউর বলেছেন, ‘এটা একই সঙ্গে উদ্বেগজনক ও আনন্দময় ছিল। এলিসে শক্ত প্রতিপক্ষ। তার বিপক্ষে খেলা সহজ ছিল না। তবে ঘাসে খেলাটা আমি পছন্দ করি। প্রকৃতির সঙ্গে যোগটা আমি ভালোবাসি। আশা করি, ফাইনাল পর্যন্ত এভাবে এগিয়ে যেতে পারব।’

এদিকে বিবিসিতে লেখা এক কলামে জাবেউর জানিয়েছেন, উইম্বলডনে খেলতে এসে তাঁর বিয়ের কথা মনে পড়ছে। জাবেউর লিখেছেন, ‘সব খেলোয়াড়ের পরনে সাদা পোশাক ও দর্শকদের পরিপাটি পোশাক আমাকে বিয়ের কথা মনে করিয়ে দেয়। আমি ঐতিহ্য ও ইতিহাস খুব ভালোবাসি। যেমন সবাই সাদা পোশাক পরে আছে এবং স্ট্রবেরি খাচ্ছে, এসব দারুণ ব্যাপার।’

সেন্টার কোর্টে খেলতে ভালোবাসেন জানিয়ে জাবেউর আরও লিখেছেন, ‘সেন্টার কোর্টে খেলাটা আমি ভালোবাসি। এটা বিশেষ কিছু। বড় মঞ্চে খেলা পছন্দ করি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ