গত দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তবে তাপমাত্রা কিছুটা বেড়েছে। এ ছাড়া বেশ কয়েকটি জেলায় কমে এসেছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা আরেকটু কমলেও কয়েক দিনের মধ্যেই ফের বাড়বে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি বছরের বাকি দিনগুলোতেও তেমন শীত থাকবে না। তবে আসছে বছরের শুরুতেই দেশজুড়ে তীব্র শীত হানা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে জানায়, দেশের ১০টি জেলায় গত সোমবার থেকে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আজ বুধবার সকালের দিকে দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহর সঙ্গে হালকা কুয়াশা পড়তে পারে। বর্তমানে পঞ্চগড়, যশোর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আজ কমে আসতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার থেকে শৈত্যপ্রবাহ কমে যাবে। আর থাকলেও দেশের কয়েকটি জেলায় থাকতে পারে।’ তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাসহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় আজ হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শীতের তীব্রতা শুরু হতে পারে।’
আবহাওয়া অধিদপ্তর গতকাল বলেছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান। উত্তর সুমাত্রা উপকূলের অদূরে দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন মালাক্কা প্রণালিতে অবস্থান করছে। আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পঞ্চগড়, যশোর, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।