উজিরপুর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে জেলা আওয়ামী লীগ।
বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস গত বৃহস্পতিবার এসএম জামাল হোসেনকে সভাপতি ও মো. গিয়াস উদ্দিন বেপারিকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ ডিসেম্বর উজিরপুর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সর্ব সম্মতিতে এসএম জামাল হোসেন সভাপতি ও মো. গিয়াস উদ্দিন বেপারি সাধারণ সম্পাদক মনোনীত হন। এখন নতুন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অনুমোদন করেছে জেলা কমিটি।
কমিটিতে সহসভাপতি হয়েছেন আব্দুল মজিদ সিকদার বাচ্চু, হাফিজুর রহমান ইকবাল, অশোক কুমার হাওলাদার, হাকিম সেরনিয়াবাত, অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসেন, পরিমল কুমার বাইন অনু, ওলিউর রহমান লিংকন, ডা. এসকে বল্লভ, অ্যাডভোকেট সালাউদ্দিন শিপু। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন অপূর্ব কুমার বাইন রন্টু, মো. জহিরুল ইসলাম মাস্টার, অ্যাডভোকেট শহীদুল ইসলাম মৃধা।