রণবীর সিংয়ের ‘জয়েশভাই জোরদার’ সিনেমাটি আইনি ঝামেলায় জড়ালো। সিনেমার ট্রেলারে লিঙ্গ নির্ধারক পরীক্ষার দৃশ্য দেখানো হয়েছে। ‘ইয়ুথ এগেইনস্ট ক্রাইম’ নামের একটি এনজিও এই দৃশ্যটি নিয়ে আপত্তি তুলে দিল্লি হাইকোর্টে মামলা করেছে।
আইনজীবী পবন প্রকাশ বলেছেন, ট্রেলারে দেখানো হয়েছে আলট্রাসাউন্ডের মাধ্যমে ভ্রূণের লিঙ্গ সনাক্ত করা হয়েছে, যা ১৯৯৪ সালের প্রি-কনসেপশন অ্যান্ড প্রি-নাটাল ডায়াগনস্টিক টেকনিক অ্যাক্ট অনুযায়ী নিষিদ্ধ।
একুশ শতকে আজও কন্যাভ্রূণ হত্যা ভারতের একটি অন্যতম বড় সামাজিক সমস্যা; কন্যাভ্রূণ হত্যা আটকাতে রুখে দাঁড়াতে হবে সবাইকে—এমন সামাজিক বার্তা দিতে দিব্যাঙ্গ ঠক্কর পরিচালিত সিনেমা জয়েশভাই জোরদার।
সিনেমার মুখ্য চরিত্র জয়েশভাই গ্রামের পঞ্চায়েত প্রধানের (বোমান ইরানি) ছেলে। তাঁর স্ত্রী (শালিনী পাণ্ডে) সন্তানসম্ভবা। জয়েশভাইয়ের একটি মেয়ে রয়েছে। তাই আগেভাগেই পরিবারের দাবি—এবার পুত্রসন্তান চাই। কন্যাসন্তান হলে তাকে আর পৃথিবীর আলো দেখতে দেওয়া হবে না। কিন্তু জয়েশভাই জানতে পারে আবারও তাঁর মেয়েই হতে চলেছে। তাই শেষ পর্যন্ত নিজের পরিবারের বিরুদ্ধেই রুখে দাঁড়ায় সে। কিন্তু তারপর? জয়েশভাই কি পারল চিরকাল চলতে থাকা এই অন্যায়কে থামিয়ে দিতে? জানতে হলে অপেক্ষা করতে হবে ১৩ মে পর্যন্ত। ওই দিন সিনেমাটি মুক্তি পাবে বড় পর্দায়।