নারায়ণগঞ্জের ফতুল্লার নদী দূষণের দায়ে একটি কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে পরিবেশগত ছাড়পত্র না থাকায় দিপ্তী ডাইং অ্যান্ড ফিনিশিং মিলে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দিপ্তী ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস কারখানাটি দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত হচ্ছিল। তাঁদের কারখানার ভেতর কোনো ইটিপি স্থাপন করা হয়নি। ইতিপূর্বে কারখানাটিকে পরিবেশ অধিদপ্তর ক্ষতিপূরণ ধার্য ইটিপি স্থাপনের নির্দেশনা দিলেও তারা বিষয়টি উপেক্ষা করে। অব্যাহত পরিবেশ দূষণের দায়ে এই অভিযান পরিচালনা করা হয়।