দীর্ঘদিন ধরে অবহেলিত ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া বিআর মজুমদার বাড়ি এলাকার সড়ক উন্নয়নকাজ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সড়কটির উন্নয়নকাজ পরিদর্শন করেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোজাম্মেল হোসেন, মুক্তিযোদ্ধা আবু আহাম্মদ মজুমদার, আওয়ামী লীগ নেতা বেলাল গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে পৌর মেয়র এম মোস্তফা বলেন, ছাগলনাইয়া পৌরসভাকে উন্নত ও সমৃদ্ধ করতে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী উন্নয়নকাজ চলছে। এ সময় তিনি কাজের মান বজায় রাখতে সংশ্লিষ্ট ঠিকাদার এবং পৌর প্রকৌশলীকে নির্দেশ দেন।
মেয়র বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার কারণে পৌর এলাকা নোংরা হচ্ছে। ড্রেনগুলো দিয়ে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। মশার উপদ্রব বাড়ছে এবং দুর্গন্ধে পরিবেশ নষ্ট হচ্ছে। পৌরসভাকে সুন্দর, বাসযোগ্য ও মশামুক্ত রাখতে যত্রতত্র না ফেলে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।