শারজা ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার আগে খোলা আকাশের নিচে খানিকক্ষণ দাঁড়াতে হয়েছিল ট্যাক্সির ভাড়া মেটাতে। ছায়াশূন্য ফাঁকা সড়কে ৩-৪ মিনিট দাঁড়াতেই যেন খবর হয়ে গেল! গরম থেকে বাঁচতে দ্রুত ঢুকে পড়তে হলো প্রেসবক্সে।
এই ‘গরম’ পরিবেশে ‘গরম’ হয়ে গেছেন ক্রিকেটাররাও! আউট হয়ে উইকেট ছেড়ে আসার সময় লিটনের সঙ্গে কিছু তপ্ত বাক্যবিনিময় হয় লাহিরুর। তখন অন্য প্রান্ত থেকে এগিয়ে আসেন মোহাম্মদ নাঈম। তিনি ধাক্কা দিয়ে বসেন লাহিরুকে। ধাক্কাধাক্কি, কথার লড়াই—অতঃপর আম্পায়ারদের হস্তক্ষেপ—গত কয়েক বছরে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ের যে ঝাঁজ, আজ আরেকবার সেটি ফিরে এল শারজায়।