হোম > ছাপা সংস্করণ

বিদ্যুতায়িত হয়ে কেব্‌ল অপারেটরের মৃত্যু

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে সবুজ মোল্লা (৩০) নামের এক কেব্‌ল অপারেটরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নদন্দনালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সবুজ মোল্লা চাপড়া ইউনিয়নের পশ্চিম লাহিনীপাড়া এলাকার জালাল মোল্লার সন্তান।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবুজ মোল্লা কুষ্টিয়ার কেসি টিভির কেব্‌ল অপারেটর। গতকাল সকালে তিনি উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় বৈদ্যুতিক খুঁটি বেয়ে ওয়াইফাই লাইনে তার টাঙাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে তাঁর হাত লাগে। পরে সবুজের শরীর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর কুমারখালী ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা সবুজের মরদেহ উদ্ধার করে। পরে কোনো অভিযোগ না থাকায় পুলিশ উদ্ধারকৃত মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পরিদর্শক বখতিয়ার উদ্দিন বলেন, ‘বিদ্যুতের খুঁটিতে মানুষ ঝুলছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা ধরে অভিযান চালায়। অভিযানে সবুজ মোল্লা নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে সবুজ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ