ফেনীর দাগনভূঞায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল গতকাল বৃহস্পতিবার। এ দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে ছয় ইউপি চেয়ারম্যান পদে ২৮ জন, সাধারণ ওয়ার্ডে ৩৩৯ জন, সংরক্ষিত ওয়ার্ডে ৫২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
তাদের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ছয়জন, জাতীয় পার্টির ছয়জন ও স্বতন্ত্র প্রার্থী ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়া ইয়াকুবপুর ইউপির সাধারণ ওয়ার্ড ২ নম্বর, জায়লস্কর ইউপির সংরক্ষিত ওয়ার্ড ৩ এবং মাতুভূঞা ইউপির সংরক্ষিত ওয়ার্ড ১ নম্বর ও ৩ ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় তাঁরা বিনা ভোটে জয়ের পথে রয়েছেন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নির্বাচনে আগামী ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ২৬ ডিসেম্বর দাগনভূঞার ছয় ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।