গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার এক পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার রামচন্দ্রপুর এলাকার একটি পুকুরে ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া ক্যাম্পের একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে। তার পরনে ছিল কালো গেঞ্জি ও প্যান্ট।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) সোহেল মোল্লা আজকের পত্রিকাকে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এখনো তাঁর পরিচয় শনাক্ত হয়নি।