লালমনিরহাটের হাতীবান্ধায় নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ তুলে বিপুল চন্দ্র নামের এক বীর মুক্তিযোদ্ধার সন্তানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা রমজান আলী খানের বিরুদ্ধে। তা ছাড়া এই নেতার বিরুদ্ধে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা দোকানে এসে ভোট চাওয়ায় আব্দুল গফুর নামের এক ব্যবসায়ীর দোকানও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় গত ৮ ডিসেম্বর রাতে ওই বীর মুক্তিযোদ্ধার সন্তান বিপুল ও ব্যবসায়ী আব্দুল গফুর বাদী হয়ে রমজানকে প্রধান আসামি করে হাতীবান্ধা থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে ৭ ডিসেম্বর দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের খানের বাজার এলাকায় বিপুলকে হুমকি ও দোকান ভাঙচুরের ঘটনাটি ঘটে।
হুমকি ও ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত রমজান আলী খান গড্ডিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আর ভুক্তভোগী বিপুল চন্দ্র রায় উপজেলার একই এলাকার বীর মুক্তিযোদ্ধা অমূল্য কুমার রায়ের ছেলে। অপর ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল গফুর ওই এলাকার আবু সায়েদের ছেলে।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধার সন্তান বিপুল চন্দ্র বলেন, ‘নৌকার বিপক্ষে কাজ করার অভিযোগ তুলে রমজান আমার পথ রোধ করে তর্কবিতর্ক শুরু করে। এর একপর্যায়ে আমাকে হুমকি দেন।’
এ বিষয়ে ব্যবসায়ী আব্দুল গফুর বলেন, গড্ডিমারী ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন খন্দকারের সমর্থকেরা আমার দোকানে এসে ভোট চায়। এর প্রেক্ষিতে রমজান ও তাঁর লোকজন আমার দোকান ভাঙচুর করে ও হুমকি দেন। আমি থানায় অভিযোগ করেছি, এর সঠিক বিচার চাই।’
অভিযুক্ত রমজান আলী খান বলেন, ‘আমি কাউকে কোনো হুমকি দিইনি। বিপুল, গফুর ও তাঁর লোকজন আমাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছেন। তাঁদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আর তাই তাঁরা নিজেকে বাঁচাতে আমার নামে থানায় মিথ্যা অভিযোগ করেছেন।’
এ বিষয়ে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, দুই পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।