হোম > ছাপা সংস্করণ

হবিগঞ্জে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার ৪

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ থানা-পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু (৫৫), নবীগঞ্জ উপজেলা যুবদল নেতা জাকির চৌধুরী (৩৭), হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন তালুকদার (৩৩), ও নবীগঞ্জ পৌর যুবদল নেতা শামীম আহমদ (৩৩)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ তাঁদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বুধবার হবিগঞ্জ জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপির শতাধিক নেতা কর্মী আহত হন। গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যও আহত হওয়ার খবর পাওয়া যায়। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর উন্নত চিকিৎসার দাবিতে ওই সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম বাদী হয়ে বিএনপির ৬৫ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয় বিএনপির দুই হাজার নেতা কর্মীকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ