হোম > ছাপা সংস্করণ

রশিদ খান মিঠু স্মৃতি ফুটবল লিগের উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে প্রয়াত মাহবুবুর রশিদ খান মিঠু স্মৃতি দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ৩টায় মানিকগঞ্জ শহিদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ ফুটবল লীগের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মুহাম্মদ আব্দুল লতিফ এবং প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বাবু সাদেব কুমার সাহা সভাপতিত্ব করেন। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, প্রয়াত মাহবুবুর রশিদ খানের বড় ভাই অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সাবেক কাউন্সিলর রতন মজুমদার, রিপন শিকদার, বাসুদেব সাহাসহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা।

পরে বিকেল ৪টায় উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশ গ্রহণ করে মানিকগঞ্জ জেলা শহরের সেবা স্পোর্টিং ক্লাব ও সিঙ্গাইর উপজেলার নিউ স্টার ক্লাব। নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে গোল শূন্য ড্র হয়। এই টুর্নামেন্টে জেলা থেকে মোট ১৩টি ফুটবল দল অংশ গ্রহণ করছে। যা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ