প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উইটসা এমিনেন্ট পারসনস অ্যাওয়ার্ড-২০২১’ এবং তাঁর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ অর্জনে অভিনন্দন জানিয়ে রংপুরে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।
গতকাল বুধবার বিকেল ৪টার দিকে নগরীর প্রেসক্লাব চত্বর থেকে এ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের রংপুর জেলা শাখার সভাপতি নাঈম ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ লিখন, সহসভাপতি রানা আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ সরকার, প্রচার সম্পাদক পিন্টু সরকার প্রমুখ।