হোম > ছাপা সংস্করণ

সেতুর ল্যাম্পপোস্টে বাতি জ্বলে না দেড় যুগ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে শ্রীমন্ত নদীর ওপর নির্মিত হজরত ইয়ার উদ্দিন খলিফা (র.) সেতুর ল্যাম্পপোস্টের বাতিগুলো জ্বলে না প্রায় দেড় যুগ ধরে। এতে করে এই সেতুতে সন্ধ্যার পর থেকে আড্ডা জমায় বখাটে যুবকেরা। অন্ধকারে সেতু দিয়ে হেঁটে এপার থেকে ওপারে যেতে সমস্যা পোহাতে হয় যানবাহন ও পথচারীদের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০০৪ সালে নির্মাণ করা হয় সেতুটি। নির্মাণ শেষে পথচারী ও যানবাহনের রাতে চলাচলের সুবিধার্থে সেতুর দুপাশে বসানো হয় ১২টি ল্যাম্পপোস্ট। উদ্বোধনের পর বছরখানিক জ্বলার পরে বাতিগুলো নষ্ট হয়ে যায়। সেতু পারাপারের একাধিক বাসিন্দা বলেন, সেতুটি জেলা সদর পটুয়াখালীর সঙ্গে যোগাযোগের একমাত্র সংযোগ সড়ক। প্রতিদিন কয়েক হাজার মানুষ এ সেতু দিয়ে চলাচল করেন। সন্ধ্যা হলেই এ সেতুতে নেমে আসে অন্ধকার।

সেতু-সংলগ্ন মির্জাগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আ. রব খান বলেন, ‘সন্ধ্যার পরে অন্ধকার সেতু দিয়ে চলতে সবারই কষ্ট হয়।’

পটুয়াখালী সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশল (সওজ) মো. মাসুদ খান বলেন, ‘সেতুর বাতিগুলো নষ্ট হয়ে গেছে এ বিষয়টি আমার জানা নেই। শিগগিরই ল্যাম্পপোস্ট ও বাতিগুলোর সংস্কার করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ