নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কিশোরীর বাল্যবিবাহ রোধ করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে গত ১০ দিনে চর হাজারী ইউনিয়নে ৩টি বাল্য বিয়ে পণ্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।
এর আগে গত বুধবার দুপুরে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের একটি বিয়ে বাড়িতে অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই ইউনিয়নে গত ২১ নভেম্বর এক স্কুলছাত্রী ও ২৪ নভেম্বর অপর এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড হয়।
ইউএনও মো. জিয়াউল হক মীর বলেন, গত বুধবার দুপুরে চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে একটি বাল্য বিয়ের খবর পাই। পরে দ্রুত সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলামকে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়। সনদটির সত্যতা যাচাইয়ে চর হাজারী ইউনিয়ন পরিষদে যোগাযোগ করে জানা যায় রেকর্ড অনুযায়ী তার বয়স ১৫ বছর ৪ মাস ২৫ দিন। এরপরও মেয়েকে বাল্যবিয়ে দিচ্ছেন তা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক বাবাকে বাল্যবিবাহ নিরোধ আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বরপক্ষকে ফোন করে বিয়েতে আসতে বারণ করা হয়। পরে মেয়ের মা ১৮ বছর আগে তার মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পান।