চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইউপি নির্বাচনে ৬৪৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ দিনে গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত এসব প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে জমা দিয়েছেন ৪৬ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকে ১৪ জন, হাতপাখা প্রতীকে ৭ জন, স্বতন্ত্র ২৫ জন। সংরক্ষিত মহিলা সদস্য ১৪৩ জন, সাধারণ সদস্য পদে ৪৫৫ জন প্রার্থী।
চেয়ারম্যান পদে গজরা ইউপিতে দিয়েছেন ২ জন। কলাকান্দা ইউপিতে ৬ ফতেপুর পূর্ব ইউপিতে ৩ ফতেপুর পশ্চিম ইউপিতে ১ মোহনপুর ইউপিতে ২ দুর্গাপুর ইউপিতে ১ সুলতানাবাদ ইউপিতে ৪ জহিরাবাদ ইউপিতে ৩ জন। ইসলামাবাদে ১ ষাটনলে ২ ফরাজীকান্দিতে ৫ এখলাশপুরে ৫ জন সাদুল্লাপুরে ৬ বাগানবাড়িতে ৫ জন প্রার্থী।